প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২০:২৭ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ২০:৪১ পিএম
ছবি : সংগৃহীত
উপজেলা পরিষদ নির্বাচনের সংশোধিত বিধি পুনরায় সংশোধনের দাবি জানিয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। এ বিষয়ে নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটি। রবিবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির প্রধান আবু লায়েস মুন্না এই চিঠি দেন।
চিঠির বক্তব্য উল্লেখ করে তিনি জানান, ১৯ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশিত হয়। যেখানে বিধি ১৬-এর উপবিধি-১-এ উল্লেখ করা হয়েছে- উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে ১০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে ৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা জামানত ধার্য করা হয়েছে।
আবু লায়েস মুন্না বলেন, ‘মুক্তিজোটের বিবেচনায় গেজেটে নির্ধারিত জামানত কোনোভাবেই আমাদের দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেখানে সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ছিল ২০ হাজার টাকা, সেখানে কীভাবে, কোন বিবেচনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত করা হলো। এটা কি দেশকে বিরাজনীতিকরণেরই আরেক কৌশল!’
তিনি বলেন, ‘এজন্য উপজেলা নির্বাচনের সংশোধিত বিধি পুনরায় সংশোধন করে দেশকে বিরাজনীতিকরণের হাত থেকে রক্ষার দাবি জানাচ্ছে মুক্তিজোট। প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচনের সংশোধিত বিধি পুনরায় সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমি বিশ্বাস করি।’