× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের অধিকার হরণকারী আ’লীগ কীভাবে মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে : মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ২২:১৩ পিএম

শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নবীন দলের আয়োজিত আলোচনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো

শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নবীন দলের আয়োজিত আলোচনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘যে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করে সে আওয়ামী লীগ কীভাবে মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে?’

শুক্রবার (২২ মার্চ) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় নবীন দলের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক এতে বিশেষ অথিতি হিসবে উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ বাজারে গিয়ে সামান্য জিনিসপত্র কিনতে পারে না। প্রত্যেকটি জিনিসের দাম আকাশচুম্বী। কারণ মানুষের পকেট শূন্য।’

তিনি আরও বলেন, ‘আজ গণতন্ত্র হরণ করে সরকার অলিগার্ক সৃষ্টি করেছে। সরকারের আশপাশের লোকজন সব কিছু লুটপাট করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ, তারাতো বিত্ত বৈভব চায় না। তারা চায় কথা বলার স্বাধীনতা। সরকার বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় আছে। এই প্রক্রিয়ায় থাকায় কোনো গৌরব নেই। এটা সরকারকে উপলব্ধি করতে হবে।’

দেশের মানুষ সত্যের আন্দোলনে ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে দেশের কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ। গায়ের জোরে ক্ষমতায় থেকে সরকার কোনোদিন জনগণের ভালোবাসা পাবে না।’

মঈন খান বলেন, ‘পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী-অত্যাচারী সরকার অনেক এসেছে, তারা আবার চলে গেছে। কেউ হয়তো স্বল্প, আবার কেউ হয়তো দীর্ঘমেয়াদে অন্যায় কাজগুলো করে থাকে। কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা ন্যায়-সত্য, তার কাছে কোনোদিন অন্যায় টিকতে পারে না।’

আওয়ামী লীগকে জনগণের কাছে নতি স্বীকার করে, মাথা নত করে ক্ষমতা থেকে সরে যেতে হবে– এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। তারা এতো আতঙ্কিত কেন? এই সত্য তাদেরকে বলতে হবে, মানুষের ভালোবাসা ছাড়া রাজনীতির কোনো অর্থ নেই। তারা যেটা করছে সেটা রাজনীতি নয়।’

‘তারা বন্দুক ও ক্ষমতার জোরে মানুষের ওপরে খবরদারি করে যাচ্ছে। এটার নাম রাজনীতি নয়। তাদেরকে শান্তিপূর্ণ ও সহ অবস্থানের রাজনীতিতে আজ হোক আর কাল হোক ফিরে আসতেই হবে। সরকার যত দ্রুত এটি উপলব্ধি করবে সেটি সরকারের তত মঙ্গল হবে,’ যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা