× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার ভালো নেই, তাই আবোলতাবোল বলে : গয়েশ্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৯:৪৪ পিএম

জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

সরকার ভালো নেই বলে মাঝে-মধ্যে আবোলতাবোল কথা বলে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (১৮ মার্চ) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকীতে খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘আমরা কেমন আছি সবাই জানি, যারা ক্ষমতায় আছে তারা কেউ জানে না… তারা ভালো নেই। ভালো নেই বলে মাঝে-মধ্যে আবোলতাবোল কথা বলে।’

সরকারের সমালোচনা করে তিনি বলান, ‘লক্ষ-কোটি টাকা বিদেশে জমা করছে…সব জমা করছে ভবিষ্যতের জন্য। সম্পদ জমাই যেন থাকে। সময়মতো যেন আমরা ওইসব সম্পদ উদ্ধার করতে পারি।’

গয়েশ্বর বলেন, ‘তারা ইফতার করে খরচ বাড়াতে চায় না। কারণ তাদের ইফতারের প্রয়োজন হয় না। যেখানে তকমা দেয় ইফতারে কী খাবে– বড়ই না খেজুর? এ ধরনের একটা অর্বাচীন সরকারের অধীনে দেশবাসী বসবাস করছে।’

তিনি বলেন, ‘আমরা লড়াইয়ের ময়দানে আছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন ভালো-মন্দ খোঁজার থেকে লড়াইয়ের মাঠে মৃত্যুই বড় কথা। যেমন ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিশীলরা সবাই এক হলে জয়লাভ করা যায় এবং তেমনি প্রতিশ্রুতি যাদের নেই তাদের দিয়ে দীর্ঘ সংগ্রামে লড়াই করে জয়ী হওয়া যায় না।’

খোন্দকার দেলোয়ার হোসেনের সাহসী নেতৃত্বের প্রশংসা করে তার আদর্শ অনুসরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান গয়েশ্বর।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আবদুল হাই শিকদার সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন, দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও প্রয়াত খোন্দকার দেলোয়ারের জ্যেষ্ঠ ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা