× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার চাইলে সিন্ডিকেটে কারা আছে তাদের নাম দিব : মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৭:২৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৮:৫৬ পিএম

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

বাজার সিন্ডিকেট ও মজুদদারির সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ আছে কি না- সেটি খতিয়ে দেখা হচ্ছে; সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘বিএনপির কারা কারা আছে যদি পারেন তাহলে আপনারা নাম দেন। বিরোধী দলের কারা আছে নাম দেন। ফোর টুয়েন্টি করার জায়গা পান না? এই সিন্ডিকেটে কারা কারা আছে, সরকার যদি জানতে চায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা তাদের নাম দিব।’

সোমবার (১৮ মার্চে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

গত বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, ‘এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে যে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত ও নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কিনা- তা খতিয়ে দেখতে হবে।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘সেদিন দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, সিন্ডিকেটে বিএনপি আছে কি না, এটা খুঁজে দেখতে হবে। বন্ধু ওবায়দুল কাদের আমি অপেক্ষা করব, গণতন্ত্র মঞ্চ অপেক্ষা করবে এবং আপনারাও অপেক্ষা করবেন- কয়দিনের মধ্যে তারা বিএনপির লোককে সিন্ডিকেটের মধ্যে খুঁজে পায়। না যদি পান… উনি বলছেন, আমরা সরকার, আমরা কেনো সিন্ডিকেটের মধ্যে থাকব?’

তিনি বলেন, ‘এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) একটা মিটিং করেছে। বলেছে যে, তিনটি কারণে জিনিসপত্রের দাম বাড়ে। একটা হলো সিন্ডিকেট, একটা হলো চাঁদাবাজি এবং আরেকটা হচ্ছে ডলার।’

সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘গরিব মানুষ যারা, তাদের ৫ থেকে ৬ কোটি তালিকা বানান। তাদের প্রত্যেককে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেন। আপনাদের ৭ লক্ষ কোটি টাকার বাজেট। বছরে ৭২ হাজার কোটি টাকা দিতে আপনাদের অসুবিধা কী?’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই থামাচ্ছি না। আমাদের লড়াই অব্যাহত থাকবে। জনগণ একদিন বিজয়ী হবেই।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা