প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৯:৩৩ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২০:১১ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। প্রবা ফটো
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের পর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়েছেন তিনি।
বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। রাতেই বিএনপি চেয়ারপারসনের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে।’
সর্বশেষ ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানে ফিরোজায় ফিরে আসেন। গত ৯ আগস্ট ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা পাঁচ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।
টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি এভারকেয়ারে যান।