× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারাদেশে বিক্ষোভ ঘোষণা

শোককে শক্তিতে পরিণত করে সরকার পতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৬:১১ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৯:৫৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত কর্মীর গায়েবানা জানাজায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত কর্মীর গায়েবানা জানাজায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তনিি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ দিয়ে গুলি করে জানান দিয়েছে যে, তারা পুলিশ দিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমন করতে চায়। তবে ভোলার মানুষ  রক্ত  দিয়ে এটা প্রমাণ   করেছে  যে, এ দেশের মানুষ কখনো ফ্যাসিবাদী সরকারের দমননীতিকে মেনে নেবে না।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘নিহত আবদুর রহিমের শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই আত্মত্যাগকে আরো গতিশীল করে, আরো দুর্বার করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে।’ 

সোমবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি । এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আজকে গুম-খুন-হত্যার রাজনীতির মাধ্যমে এরা ক্ষমতায় থাকতে চায়, যেতে চায় এবং অব্যাহতভাবে থাকার আর কোনো সুযোগ নাই।’ দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এভাবে দমন-পীড়ন করে বুটের নিচে পিষ্ট করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না- ভোলাতে এটা প্রমাণ হয়েছে।’ 

গত রোববার ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের স্মরণে এই গায়েবানা জানাযা অনুষ্টিত হয়। এতে বিএনপি মহানগর, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। গায়েবানা জানাজার পর আবদুর রহিমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রোববার ভোলা বিএনপি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ  কর্মসূচির  ঘোষণা  করেছে বিএনপি। এদিন  সকাল নয়টায়  জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানানো হয়েছে দলের এক বিজ্ঞপ্তিতে। 

ভোলার সংঘর্ষের ঘটনায়  আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে যান  মির্জা ফখরুল: ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গুরুতর আহত নুরে আলমকে দেখতে রাজধানীর গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গায়েবানা জানাযা শেষ করে ওই হাসপাতালে যান । চিকিৎসকের কাছে তার অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন নুরে আলমের বড় ভাই মো. আবুল কাশেম, বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ আরো অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা