× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিকারবিহীন রাষ্ট্র ভয়ংকর হয়ে ওঠে : স্বপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১০:৩৫ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১১:১৮ এএম

শনিবার বিকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেএসডি জেলা কাউন্সিলে বক্তব্য দেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।  প্রবা ফটো

শনিবার বিকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেএসডি জেলা কাউন্সিলে বক্তব্য দেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। প্রবা ফটো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘গণমানুষের চিন্তার স্বাধীনতা ছাড়া নিরাপত্তা থাকে না। জনগণের অধিকারবিহীন রাষ্ট্র ক্রমাগত ভয়ংকর হয়ে ওঠে। সরকার গণতন্ত্রকে হত্যা করেও গণতন্ত্রকে রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উস্কে দিচ্ছে। চোরের মার বড় গলা কোনোকালে কোনো সমাজেই গ্রহণীয় নয়।’

শনিবার (৯ মার্চ) বিকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেএসডি জেলা কাউন্সিলে এই কথা বলেন তিনি। 

তিনি বলেন, শুধু জনগণের সম্মতিবিহীন সরকারকে অপসারণ করা নয়। একই সঙ্গে বিদ্যমান অগণতান্ত্রিক ও উপনিবেশিক শাসনব্যবস্থাকেও দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে উচ্ছেদ করতে হবে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, উপনিবেশিক শাসনব্যবস্থার পরিবর্তে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের রাষ্ট্রক্ষমতার অংশীদারত্ব প্রদানের গুরুত্বপূর্ণ ডিসকোর্স হাজির করা হয়েছে। এই নতুন রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের উপরি কাঠামো বা সমাজের ওপর প্রতিষ্ঠিত বিদ্যমান ভাবাদর্শ ও সংস্কৃতির বিপরীতে এক উন্নত ভাবাদর্শ এবং সংস্কৃতির প্রতিষ্ঠা করবে, শোষণ, লুণ্ঠন ও নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে রাষ্ট্রের সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে। অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দীর্ঘস্থায়ী বিপ্লবের সূচনা। কারণ এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রে অর্থনীতি, উৎপাদন, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে সর্বোচ্চ উৎকর্ষতা লাভের প্রক্রিয়া শুরু হবে। অংশীদারত্বের গণতন্ত্রের মূল ভিত্তি হবে গণতন্ত্র। মানুষের স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে নতুন সমাজ প্রতিষ্ঠার কাজ হলো উৎপাদন, উন্নয়ন ও জ্ঞান-বিজ্ঞানে জড়িত সবাইকে রাষ্ট্রক্ষমতায় সাংবিধানিকভাবে অংশীদারত্ব দেওয়া।

এ ছাড়াও জেএসডির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েও ক্ষমতাকে আঁকড়ে আছে, ফলে সরকারের ভয়ংকর পরিণতি অপেক্ষা করেছে। 

সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, অধ্যক্ষ আবদুল মোতালেব, লক্ষ্মীপুর জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, মোহাম্মদ উল্লাহ, আমির হোসেন বিএসসিসহ বিভিন্ন নেতা।  সভা পরিচালনা করেন নোয়াখালী জেলা জেএসডির যুগ্ম আহ্বায়ক নুর রহমান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা