প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ০৯:০১ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪ ১১:১২ এএম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রবিবার সকালে মিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রবিবার (১০ মার্চ) সকালে মিছিলটি মিরপুর-১ গোলচত্বর থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল উদ্দিন, মুহিব্বুল্লাহ, আতাউর রহমান সরকার, নাসির উদ্দিন, ছাত্রনেতা সালাহ উদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ।