প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২২:৩৪ পিএম
মরহুম কাজী ওমর আলী। ফাইল ফটো
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী ওমর আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গত শনিবার (২ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী ওমর আলীর আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত শনিবার রাত পৌনে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপিনাথপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।