× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা বলতে পারলাম না নির্বাচনে যাব : মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২০:১৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:৫৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, বিএনপির নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ ও পরিস্থিতি ছিল না।

তিনি বলেন, ‘সরকার এমন একটি পরিস্থিতি তৈরি করল– আমরা বলতে পারলাম না যে নির্বাচনে যাব। এমন কথা বলার পরিবেশ ও পরিস্থিতি ছিল না।’

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর ১৫ ফেব্রুয়ারি জামিনে কারামুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

মির্জা আব্বাস বলেন, ‘জেল থেকে বের হওয়ার পর এই প্রথম আমি সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছি। শারীরিকভাবে একটু অসুস্থ। যে কারণে এত দিন আসতে পারিনি। জেলে তিক্ত অভিজ্ঞতা। আমি ১৯৭৮ সাল থেকে কারাগারে আসা-যাওয়ার কারণে অভ্যস্ত হয়ে গেছি। বহুবার জেলে গেছি। বহুবার জেল থেকে বেরিয়েছি। জেলের অভিজ্ঞতা একেক সময় একেক রকম।’ 

তিনি বলেন, ‘এই যে আজকে হত্যাকাণ্ড এবং ২৮ তারিখ মিটিং পণ্ড করে দেওয়া হলো, এটা খুব পরিকল্পিত। নির্বাচনে বিএনপি যাতে না যায়, এজন্য যাবতীয় ব্যবস্থা তারা করেছে। দেশি, বিদেশি, আন্তর্জাতিকসহ সব দিকে তারা করেছে।’ 

সব হত্যাকাণ্ডের বিচার করা হবে হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘পৃথিবীর কোনো স্বৈরাচার কখনও এককভাবে কোনো দিন প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতায় থাকতে পারেনি। জনরোষে তারা যেতে বাধ্য হয়েছে। এরাও (আওয়ামী লীগ সরকার) একদিন যাবে। জবাবদিহি করতে হবে। আর ৪০ বছর পরে যদি কোনো নেতার বিচার হতে পারে, এসব হত্যাকাণ্ডেরও বিচার করা হবে।’

দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এরা প্রাণ দিল কেন? সরকারকে টিকিয়ে রাখার জন্য বা সরকার থাকার জন্য মানুষগুলোর প্রাণ নিতেই হবে? কতগুলো প্রাণ…। ১৫ বছরে আমাদের হাজার হাজার কর্মী প্রাণ দিয়েছে।’

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এবং শামীম মোল্লা ও আবদুর রশিদের পরিবারের সদস্যসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা