× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি পুরোপুরি পচে গেছে : সাইফুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১৯:৩৬ পিএম

রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

কর্তৃত্ববাদী শাসনে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি পুরোপুরি পচে গেছে বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রবিবার (৩ মার্চ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, ‘আদর্শহীন, নীতিহীন ক্ষমতার রাজনীতি এ দেশে দ্রুত সীমাহীন অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিণত হয়েছে। দেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অশুভ মেলবন্ধন দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। কেউই আর ক্ষমতা ছাড়তে চায় না।’ 

তিনি বলেন, ‘দেশের বিশাল যুবশক্তিকে আশাহীন ও স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে। সম্ভাবনাময় যুবসমাজকে নৈতিক দিক থেকেও দুর্বল করে নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। যুবকদের একটা অংশকে সরকার ও সরকারি দল তাদের সহযোগী লাঠিয়াল আর মাস্তান সন্ত্রাসীতে পরিণত করেছে। ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণকারী দুঃশাসন বিদায় দেওয়া দেশপ্রেমের বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’

সভায় জাতীয় যুব কনভেনশনের দাবিনামা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেনবিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, অর্থনীতিবিদ দীপক কুমার কুণ্ডু, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, ফাহিম আহমেফ মিনহাজ, রতন গোস্বামী, শৈসব আহমেদ হৃদয়, আবুল কালাম, জামাল সিকদার, নান্টু দাস, হাফিজুল ইসলাম রুবেল, দীপু দাস, মোহাম্মদ নাঈমউদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা