প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৯:৪৮ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪ ২০:৩১ পিএম
বিএনপির লোগো
আসন্ন রমজানে দুটি ইফতারের শিডিউল চূড়ান্ত করেছে বিএনপি। রমজানের প্রথম দিন এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেতারা। এ ছাড়া ২৮ মার্চ রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শনিবার (২ মার্চ) বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ দুটি ইফতার মাহফিলের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ইফতার মাহফিলের আরও শিডিউল চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে। চূড়ান্ত হওয়া দুটি ইফতার মাহফিল রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে হবে।’
এবারের রমজান মাসকে ঘিরে দল পুনর্গঠন ও নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফেরাতে মনোযোগ দিয়েছে বিএনপি।
দলটির নীতিনির্ধারকরা জানান, এ লক্ষ্যে বেশ কয়েকটি ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি। এ ছাড়া কারামুক্ত নেতাদের নিয়ে সারা দেশে ইফতার মাহফিল করা হবে। এসব ইফতার অনুষ্ঠানে কারাবন্দি ও গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানোর নির্দেশনা দেওয়া হবে। রমজানের মধ্যে জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া ২৮ মার্চ রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।