× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিলা দলের সাধারণ সম্পাদক ২ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৬:১৪ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৬:৫৬ পিএম

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি : প্রবা

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি : প্রবা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (৬ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুলতানা আহম্মেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই শওকত আহমেদ জামিনের বিরোধিতা করেন।

শুনানিতে মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘এ ফেইসবুক অ্যাকাউন্ট কার তা এখনো নির্নিত হয়নি। তা ছাড়া যে সব কথা বলা হয়েছে, তা মোটেও উসকানিমূলক নয়। দেশের সব মানুষ এই একই কথা বলে, তাই বলে কি সবার বিরুদ্ধে সরকার মামলা করতে পারবে? তা সম্ভব না। এ মামলাটি অসহিষ্ণুতার ফল।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আজ রোববার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। 

রোববার সকালে গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। 

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সুলতানা আহম্মেদকে গুলশান থেকে নয়, র‍্যাব আট করে বরিশাল সমাবেশ থেকে ফেরার পথে। 

তিনি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দাবি করে, বরিশালে সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে সদরঘাটে লঞ্চ থেকে নামার পরই তাকেসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে র‍্যাব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা