× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কল্যাণ পার্টি থেকে অতিরিক্ত মহাসচিব সাকীবের পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৫ পিএম

আব্দুল্লাহ আল হাসান সাকীব। ছবি : সংগৃহীত

আব্দুল্লাহ আল হাসান সাকীব। ছবি : সংগৃহীত

কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকীব সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত নির্বাহী কমিটির বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পার্টির মিডিয়া সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তিতে তিনি পদত্যাগের কারণ হিসেবে বলেন, ‘সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে দ্বিমত পোষণ করে কল্যাণ পার্টির সব দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি মেজর জেনারেল ইবরাহিম সাহেবের জন্য দোয়া করি। আল্লাহতায়ালা উনাকে বুঝ দান করুন এবং জনগণের মনের ভাষা বোঝার তাওফিক দান করুন। শুধুমাত্র এমপি ওয়া একজন মানুষের লক্ষ্য হতে পারে না। রাজনৈতিক দল হতে হবে জনগণের কল্যাণের জন্য। শুধুমাত্র নিজের পরিবারের বিলাসিতার আকাঙ্ক্ষা পূরণ করাই যাদের উদ্দ্যেশ্য, তাদের দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে না। অতএব বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একমত পোষণ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেকে পুনরায় শামিল করলাম।’

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল্লাহ আল হাসান সাকীব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কল্যাণ পার্টির সব পদ থেকে আমি পদত্যাগ করেছি। এই দলের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।’

এর আগে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কল্যাণ পার্টিতে বিভক্তি দেখা দেয়। তখন সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে ‘বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করা হয়। দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা