× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে নেতারা। প্রবা ফটো

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে নেতারা। প্রবা ফটো

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার একটা ডাকাত সরকার, লুটেরা সরকার, ভোট ডাকাত সরকার। এরা এখন ক্ষমতায় আছে। আমাদের কি দায়িত্ব আছে? এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। এই প্রধান বিচারপতির সামনে সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি আন্দোলন থামাতে পারবে? বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন। উনারা মুক্তির পর কি বলেছেন? গ্রেপ্তার করে, নির্যাতন করে আন্দোলনে ধ্বংস করতে পারবেন না। আন্দোলন চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরাও বলি, আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হবে।’ 

ইসলামী ব্যাংকের মতোই নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষমতাসীনরা দখল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেনে, ‘ওনারা (সরকার) ভেবেছেন মামলা দিয়ে, জেলে ঢুকিয়ে, গুম করে, ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাব, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব এবং এই সরকারের লাঠি-গুলি-হুমকি সমস্ত কিছুকে উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্ধুদ্ধ করব। রাজপথ মানুষের দখলে যাবে। সেদিন বেশি দেরি নাই। বাংলাদেশের জনগণ এদেশের মালিক, তারা জনগণের প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করবে।’

পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ব্যাংক লোপাট এবং অর্থ পাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, জেএসডির কামাল উদ্দিন ভুঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকরব খান প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা