× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলনের চেষ্টা করুক: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪ পিএম

দেশে গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলনের চেষ্টা করুক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দেশে গণতন্ত্র আছে, বিএনপি আন্দোলন করতে চেষ্টা করুক।’ 

আইনমন্ত্রী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) মানুষের স্বতঃস্ফূর্তরা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয়, মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন, সেদিকেই মনযোগ দিচ্ছে। বিএনপি আন্দোলনের কথা বলবে। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার জামিনে কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপির আন্দোলন চালিয়ে যাওয়ার কথা সাংবাদিকদের বলেন। তার ওই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ কথা বলেন আইনমন্ত্রী।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।’

আজ নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা