× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট : জিএম কাদের

রংপুর অফিস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৮ পিএম

শনিবার বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে যৌথ কর্মিসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো

শনিবার বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে যৌথ কর্মিসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রবা ফটো

মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, ‘মিয়ানমারের সৈন্য বাংলাদেশে ঢুকে পড়ছে। তাদের ছোড়া গোলাবারুদে দেশের মানুষের প্রাণহানি হচ্ছে। মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়লে সরকারের করণীয় নিয়ে সিদ্ধান্ত থাকতে হবে। দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে সরকারকে সেই বক্তব্য তুলে ধরতে হবে।’ তিনি বলেন, ‘আমরা সীমান্তের গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করা উচিত।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জেলা, মহানগর ও অন্যান্য সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মিসভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

জিএম কাদের বলেন, মিয়ানমারে হঠাৎ যুদ্ধের কারণে একবার ১২ লাখ রোহিঙ্গা দেশে এসেছে। এখন যদি নতুন করে আরও আসে, তবে নিশ্চিতভাবে সেটি আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। তখন দেশে সমস্যা আরও ব্যাপকভাবে হবে। এজন্য সরকারকে সর্তক থাকতে হবে। 

আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ে জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না সরকার। তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা কার্যকর হচ্ছে না। সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হচ্ছে। তাই আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আমি আশাবাদী নই। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ও ২০০১ সালে জাতীয় পার্টি থেকে অনেকে চলে গিয়ে দল গঠন করেছিল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে যে কেউ দল গঠন করতে পারে। বর্তমানে যারা দল গঠন করতে যাচ্ছে, তারা জাতীয় পার্টির কেউ না। দল করার অনেক নিয়ম রয়েছে। দলের নিবন্ধন নিতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে সব জেলা শহরে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন, অফিস থাকতে হয়। তারপর তৃণমূলের কমিটির নেতারা কেন্দ্রীয় কাউন্সিলে দলের চেয়ারম্যান নির্বাচন করেন। কেউ দল গঠন করছে এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা নুর আলম যাদু মিয়াসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা