× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার বাজার সিন্ডিকেট সক্রিয় রাখছে : ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৪ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম

প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো

প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো

সরকার মুখে দ্রব্যমূল্য রোধের কথা বললেও ভেতরে বাজার সিন্ডিকেট সক্রিয় রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বাজার পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন তিনি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘হায়রে কপাল, হায়রে দেশ, হায়রে মানুষ, হায়রে আওয়ামী লীগ দাপটে কথা বলেন লজ্জা হয় না। দাপট দিয়ে কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করব আর ভেতর দিয়ে সিন্ডিকেট তৈরি করেন। যেই সিন্ডিকেটের টাকায় আপনাদেরও (সরকার) শেয়ার আছে। সেই সিন্ডিকেটের টাকা দিয়ে আজকে মালয়েশিয়া-কানাডা-ব্যাংকক-সিঙ্গাপুরে বাসা বানাবেন, বাড়ি বানাবেন, ব্যবসা করবেন আর বাংলাদেশের গরিব মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, এক কেজি ‍দূরে থাক এক ছটাক মাংস কিনে খেতে পারে না তারা আবার দাপটে কথা বলে।’

তিনি আরও বলেন, ‘যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখতে পারেন না, যারা মানুষকে ঘরে শান্তিতে ঘুমাবার ব্যবস্থা করে দিতে পারেন না, যারা উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের মুখ বন্ধ রাখা উচিত, আপনাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ এই সরকার জনগণের সরকার নয়, জনগণের ভোটে সরকার নয়।’

সরকারের উদ্দেশে ফারুক বলেন, ‘আপনারা আমাদের অবহেলা করে কথা বলেন। নিজেরা যে দিন দিন অবহেলিত হচ্ছেন, নিজেদের আজকে যে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, সেটা বুঝতে পারছেন না।’

তিনি বলেন, ‘আমাদের দুর্বল ভাববেন না। আমরা সবল আছি, আমরা সৎ আছি, আমরা অতীতে সততার সঙ্গে সরকার পরিচালনা করেছি। তাই আমাদের নেত্রী বলেছেন, বিদেশিরা আমার বন্ধু, প্রভু নয় বিদেশের মাটিতে আমার একছটাক জায়গাও নাই। আজকে বুকে হাত দিয়ে বলেন, পাকিস্তানে ২২ পরিবারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে কত লক্ষ পরিবারকে কোটিপতি বানিয়েছেন তার হিসাব একদিন আপনাদের দিতে হবে।’

সরকার পতন আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘জানি কষ্ট হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। তারপরও আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। অচিরেই আবার কর্মসূচি আসবে, অচিরেই সরকার পতন আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ একা নয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, যে অঙ্গীকার নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, মুক্তিযোদ্ধাদের সেই অঙ্গীকার আমরা একদলীয় শাসনকে বিদায় করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামক একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি কাজী মনীরুজ্জামান মুনিরের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, তাঁতী দলের গোলাপ মঞ্জুর, সাখাওয়াত হোসেন, যুব জাগপার মীর আমির হোসেন আমু প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা