প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৭ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫১ পিএম
রাজধানীর গুলিস্তানে জেএসডি কার্যালয়ে এক সভায় জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী বর্তমান সরকার রাষ্ট্র ও জনগণের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের বর্তমান এই গভীর সংকটে বিদ্যমান অপরাজনৈতিক শাসনব্যবস্থার অবসানে জাতীয় ঐক্য গড়ে তুলে স্বাধীনতার চেতনাভিত্তিক অংশীদারত্বের শাসনব্যবস্থা অর্থাৎ শাসন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের সঙ্গে সমাজশক্তিসমুহের অংশগ্রহণে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছি।’
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে জেএসডি কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটর সদস্য এ্যাড. কে এম জাবির, সহ-সভাপতি এ কে এম মিজান উর রশীদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, শ্রমিক জোট সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, আবদুল্যাহ আল তারেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার সাজু প্রমুখ।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। মাফিয়া সিন্ডিকেটের সরকার মানুষকে জিম্মি করে, জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে।’
মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ‘উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা বদলিয়ে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি ও শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
সভায় বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট ২ মার্চ ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন কমিটি গঠন করা হয়।