× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলে ভাঙন নিয়ে চুন্নু

জাতীয় পার্টির নামে আরেকটা ‘লোটা মার্কা’ হলে সমস্যা নেই

রংপুর অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৬ পিএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ফটো

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ফটো

জাতীয় পার্টিতে (জাপা) ভাঙন নেই– নিজ দল প্রসঙ্গে জোরালোভাবে বলেছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নেতৃত্বে দলে ‘ভাগ’ তৈরি হলেও সেটিকে কিছু লোকের স্বার্থ হিসেবে দেখছেন তিনি। জাতীয় পার্টির নামে আরেকটা দল সামনে যদি সৃষ্টি হয় সেটিকে ‘লোটা মার্কা’ আখ্যা দিয়ে চুন্নু বলেছেন, জাতীয় পার্টির কোনো সমস্যা নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমাদের দলে কোনো ভাঙন নেই। ৪১ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৯৯ জন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সারা দেশে জেলা-উপজেলা, মহানগরের কমিটি রয়েছে। এসব কমিটির সবাই জিএম কাদেরের নেতৃত্বে দল পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘দেশে জাতীয় পার্টির নামে মই মার্কা, কাঁঠাল মার্কা, আম মার্কা রয়েছে। আরেকটা লোটা মার্কা হলে আমাদের কোনো সমস্যা নেই। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা একটি পার্টি করতে চায়। এতে করে দেশে আরেকটি দল হলো। এসব বিষয় আমাদের আমলে নেওয়ার কোনো কারণ নেই।’

দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের বয়স হয়েছে। তার অসুস্থতা এমন–স্বাভাবিকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা নেই। কিছু লোক তাদের স্বার্থে রওশন এরশাদের নাম ব্যবহার করছে।’ 

দ্বাদশ সংসদে ভূমিকা প্রসঙ্গে সংসদে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ‘বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে আন্তরিকতা, জনগণের কথা উপস্থাপনের ইচ্ছে এবং সরকারকে জবাবদিহি করার স্পিড থাকলে বিরোধী দলের সংখ্যা কোনো ব্যাপার না। বর্তমান বিরোধীদলীয় নেতা, উপনেতাসহ আমরা সবাই একাধিকবার সংসদ সদস্য ছিলাম, অনেকে মন্ত্রীও ছিলেন। তাই দেশবাসী আমাদের ওপর ভরসা রাখতে পারেন। আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে দায়িত্ব পালন করব।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিগত সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে নিয়ে নানা কথা হয়েছিল। এবার যেন সেই প্রশ্ন না আসে, সেজন্য বিরোধী দল হিসেবে আমাদের যা যা করা দরকার তাই করব। বঙ্গবন্ধুর মতো সংসদ নেতা থাকাকালীন স্বতন্ত্র সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত পার্লামেন্ট কাঁপিয়ে রাখতেন।’

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজ উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-১ আসনের এমপি একেএম মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা