প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৭ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৬ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আন্দোলনের মাধ্যমে ‘ভোটবিহীন’ সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একই সঙ্গে তিনি বলেছেন, আন্দোলন কত প্রকার ও কী কী, তা এই ‘ভোটবিহীন’ সরকারকে দেখিয়ে দেবেন তারা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দল এই মানববন্ধনের আয়োজন করে।
জয়নুল আবদিন বলেন, ‘আপনারা লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, আপনারা ৭ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করেছেন, ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন। নির্বাচনের আগেও অনেক হুমকিধমকি দিয়েছিলেন, এখনও হুমকি দিচ্ছেন। আন্দোলনে দাবি যতদিন না প্রতিষ্ঠা হবে, যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দিতে না পারব- ততদিন পর্যন্ত বিএনপিসহ সমমনা দলের এই সংগ্রাম অব্যাহত থাকবে। জেল-জুলুম দিয়ে, মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ, আন্দোলন কত প্রকার কী কী, তা এই ভোটবিহীন সরকারকে দেখিয়ে দেওয়া হবে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) ‘বিএনপির দালাল’ বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, পররাষ্ট্রমন্ত্রী…আপনারা বলেন, টিআইবি বিএনপির দালাল। আমার মনে হয়, দুই দিন পর সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাককে (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য) দালাল বলা শুরু করবেন। কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, স্বাধীনতার স্বপক্ষের লোক। কিন্তু সেই কাজটি আপনারা করেন না। আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদের সাময়িক দাবিয়ে রাখবেন।’
‘পৃথিবীর ইতিহাস কথা বলে, স্বৈরাচার কোনোদিনও পুলিশ দিয়ে গণতন্ত্রকামী মানুষকে দাবিয়ে রাখতে পারে না। যারা বিএনপিকে বলেন, হতাশ হয়েছে, যারা বিএনপিকে বলেন, সাংগঠনিক শক্তি নাই… তাদের বলি, শুধু এক দিনের জন্য পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসেন… কে জিতে কে হারে একটু দেখি। বিজয় জনগণের হবেই হবে,’ যোগ করেন তিনি।