× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:৩৬ পিএম

রাজধানীর পল্টন থেকে সংসদ ভবন অভিমুখে গণঅধিকার পরিষদ মিছিল করার সময় লাঠিচার্জ করেছে পুলিশ। প্রবা ফটো

রাজধানীর পল্টন থেকে সংসদ ভবন অভিমুখে গণঅধিকার পরিষদ মিছিল করার সময় লাঠিচার্জ করেছে পুলিশ। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পাতানো ও সংসদ অধিবেশনকে অবৈধ ঘোষণা করে গণঅধিকার পরিষদ রাজধানীর পল্টন থেকে সংসদ ভবন অভিমুখে মিছিল করার সময় লাঠিচার্জ করেছে পুলিশ। এতে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে গণঅধিকার পরিষদের নেতকর্মীরা মিছিল নিয়ে বের হলে তাদের বাঁধা দেয় পুলিশ। 

এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বেশ কয়েক দফা ধস্তাধস্তি চলে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে।  

মিছিলে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আপনারা যারা আজকে লাঠিচার্জের মধ্যেও সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আপনাদের অনুরোধ করব পরবর্তীতে মারমারি লাগলে আপনারা দর্শকের ভূমিকায় না থেকে আপনারাও পাল্টা হামলা করবেন।’

নুর সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের কৃষক যখন আলু চাষ করে তখন ন্যায্য মূল্য পায় না। ইন্ডিয়া থেকে যখন আলু আসে তখন আলুর দাম বেড়ে যায়। তাই বলতে চাই, লুটেরাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। দর্শকের ভূমিকায় রাজনীতি করতে আসি নাই, হয় লাশ, না হয় ইতিহাস।’

এ সময় তিনি আরও বলেন, ‘পুলিশ আজকে বলে এখানে অনুষ্ঠান করেন, কাল বলে ওখানে। পুলিশ কি রাষ্ট্র চালাচ্ছে? আমি বলব আইজিপিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিক। আপনারা গণভবন ঘেরাও করে ক্ষমতা নিন। পুলিশ যদি রাষ্ট্র চালায়, তাহলেও আমরা বুঝতে পারব তারা রাষ্ট্রের একটা পার্ট তারা রাষ্ট্র চালাচ্ছে। এই ফ্যাসিস্ট বাকশালীরা জনগণের প্রতিনিধিত্ব করে না।’

এ সময় পুলিশের লাঠিচার্জের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আমরা মিছিল নিয়ে বের হওয়ার পরই পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। সেখানে আমি নিজেও আহত হয়েছি, আমার ঠোঁট কেটে গেছে। আমি পুলিশকে বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে কার নির্দেশে আপনারা আমাদের মিছিলে বাধা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা মিছিলে এসেছি, তারা গ্রেপ্তারে ভয় পাই না। আমি আজকে আমার মেয়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, হয়তো আমি গ্রেপ্তার হতে পারি। তবে আমরা কেউই এই গ্রেপ্তারে ভয় পাই না। আপনারা (পুলিশ) আমার ভাইদের ওপর হামলা চালাবেন না।’

রাশেদ আরও বলেন, ‘গুলি করে ৬৯-এর আন্দোলন ঠেকানো যায়নি, স্বৈরাচারের বিরুদ্ধেও গুলি করে আন্দোলন ঠেকানো যায়নি। তাই এইবার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনও ঠেকানো যাবে না। আমরা রাজপথে গণ-আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করব।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির গণমাধ্যম সমন্বয়ক ও উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া, ঢাকা মহানগর দক্ষিণের নুসরাত কেয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা