× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে সংখ্যালঘু নির্যাতন তদন্তে বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২২:০৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২২:২২ পিএম

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ছবি

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ছবি

৭ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচনের আগে ও পরে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে নিপীড়ন-নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি। সোমবার (২৯ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, রুহুল কুদ্দুস কাজল, অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুন্ড, নিপুণ রায় চৌধুরী,  রমেশ দত্ত, অ্যালবার্ট ডি কস্টা, এসএন তরুন দে ও পার্থ দেব মন্ডল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের আগে ও পরে সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছে। তাদের ওপর চলেছে বর্বর নিপীড়ন-নির্যাতন। দেশের অনেক জায়গায় রক্তের হোলিখেলায় মেতে উঠেছিল আওয়ামী সন্ত্রাসী ক্যাডাররা। তথাকথিত ডামি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, গুরুতর জখম, এলাকা ছাড়ার হুমকিসহ নিপীড়ন-নির্যাতন সরেজমিনে তদন্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও হয়েছে, তদন্ত কমিটিকে সরেজমিন তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে প্রেরণ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা