প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:১৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:১৯ পিএম
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদমর্যাদা হবে উপ-সচিব।
রবিবার (২৮ জানুয়ারি) যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে বিপ্লব বড়ুয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সালেও তাকে উপসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছিল।
বিপ্লব বড়ুয়া ছাড়া রবিবার আরও চারজন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা হলেন- ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ও নীলুফার আহমেদ।