× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজপথে আছি, থাকব : মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৪:২৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান। প্রবা ফটো

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা রাজপথে দাঁড়িয়ে থাকব। দেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত ঠিক এভাবেই আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব।’

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঈন খান বলেন, ‘আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। রাজপথে দাঁড়িয়ে থাকব। আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক রাজনীতি করি। আমরা রাজনীতি করব নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। বিএনপি শান্তির রাজনীতি করে, বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। আর যতক্ষণ না পর্যন্ত দেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনব, ততক্ষণ ঠিক এভাবেই আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব।’

তিনি বলেন, ‘আপনারা দেখছেন এখন রাজপথে একটি দলের (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) কালো পতাকা মিছিল যাচ্ছে। এ সরকারকে রাজপথে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি এই প্রতিবাদী মানুষদের অভিনন্দন জানাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘এ সরকারকে আমি বলে দিতে চাই, গায়ের জোরে, বন্দুক দিয়ে, বুলেট দিয়ে, রাইফেল দিয়ে আপনারা হয়তো চেষ্টা করতে পারেন। তবে জনগণের যে ন্যায়, তাদের যে সত্য রাজনীতি তার কাছে আপনারা অচিরেই পরাভূত হবেন।’

নির্বাচনের নামে সিলেকশন হয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, ‘এখানে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই, এখানে ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। এটা শুধু বিএনপি বা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বলে নাই, আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারাও এ নির্বাচনে যায় নাই। কারণ তারা জানে এ নির্বাচনে কে নির্বাচিত হবে, যে নির্বাচিত হবে সেটা ভোট দিয়ে নির্বাচিত হবে না। সেটা নির্ধারিত হয়েছে রাজধানী থেকে।’

শীতার্ত মানুষ কেন কম্বল পায় না উল্লেখ করে মঈন খান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এ দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে সরকার পদ্মা সেতু করেছে ৪০ হাজার টাকা খরচ করে, আজকে মেট্রোরেল তৈরি করেছে ৩০ হাজার টাকা খরচ করে। আমার ছোট্ট প্রশ্ন ৪০ হাজার, ৩০ হাজার কোটি টাকা আপনারা খরচ করতে পারেন; বাংলাদেশের শীতার্ত মানুষকে ১০০ টাকার একটা কম্বল কেন দিতে পারেন না। কেন এখানে দাঁড়িয়ে আমাদের (বিএনপি) কম্বল বিতরণ করতে হচ্ছে?’

তিনি বলেন, ‘লক্ষ-হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করে, সেকেন্ড হোম তৈরি করে জনগণের রাজনীতি হয় না। তারা জনগণের রাজনীতি করে না।’

জেটেবের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নার্সেস অ্যাসোসিয়েশনের সভানেত্রী জাহানারা বেগম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

একতরফা নির্বাচনের প্রতিবাদে আজ শুক্রবার জেলায় জেলায় এবং কাল শনিবার ঢাকাসহ মহানগরগুলোয় কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা