× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ওকালতি করে টিআইবি : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩২ পিএম

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের। প্রবা ফটো

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের। প্রবা ফটো

টিআইবিকে এবার বিএনপির দালাল বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা।’

তিনি বলেন, ‘গবেষণা নিয়ে কাজ করে টিআইবি। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী দেশবাসী দেখেছে।’

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল। আমরা একটা রণকৌশল অবলম্বন করেছি। দলের ভেতরের সমস্যা নতুন হচ্ছে এমন না। সব রাজনৈতিক দলের মধ্যে এমন দ্বন্দ্ব থাকে। দলের ভেতরের দ্বন্দ্ব মোকাবিলা করে বার বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, যেখানে যতই সমস্যা থাকুক আওয়ামী লীগের সবাই শেখ হাসিনাই এক। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকারের গেজেট যখন হয়ে যায় তখন চলমান সরকার বাতিল হয়ে যায়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বাস্তমুখী কর্মসূচি নেব। প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে এ ব্যাপারে কাজ করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ে আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করতে শুরু করেছি।’

সংসদে কারা বিরোধী দল হচ্ছে এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে বিরোধিতা করবে, সেই তো বিরোধী দল। পার্লামেন্ট থাকলে অপজিশন থাকবে। অপজিশন জানতে সংসদ বসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’ 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা