× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন নিয়ে আমেরিকা প্রশংসা করেছে : ড. মোমেন

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২১:১৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ২১:৩৯ পিএম

ফরেন সার্ভিস অ্যাকাডেমির চত্বরে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

ফরেন সার্ভিস অ্যাকাডেমির চত্বরে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনৈতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমির চত্বরে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক ব্রিফিংয়ে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোইয়াটলি এবং ভারত, কানাডা, জার্মানি, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা। 

নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সবার উদ্দেশে বলেন, ‘নতুন বছরে আমরা খুবই সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। সব দেশের সঙ্গে ভালো সহযোগিতা ও অংশীদারত্ব প্রত্যাশা করছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারব। একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারব। অংশীদারত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক ছাড়া আমরা এগুলো অর্জন করতে পারব না।’

ব্রিফিং দ্রুত শেষ করেন ড. মোমেন। পরে বিদেশি কূটনৈতিক, পর্যবেক্ষক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি নির্বাচন নিয়ে সরকারের বার্তা তাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরে বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আমাদের কোনো সাক্ষাৎ ছিল না। কারণ আমরা অনেক দিন ধরেই নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত ছিলাম। এ অনুষ্ঠান হচ্ছে সবার সঙ্গে সাক্ষাৎ আর আনন্দ করার জন্য।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে কিছু সংঘাত হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। এবারের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হয়েছে। আমেরিকা আমাদের প্রশংসা করেছে। তারা বলেছে, আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক তা বলবৎ থাকবে। তারা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলেছে।’ 

সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের জনগণ রায় দিয়েছে। যারা পর্যবেক্ষণে এসেছে তারা সবাই বলেছে যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন হয়েছে। তারা সবাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছে। এর থেকে আর বড় কিছু নেই। এটা নিয়ে আমরা সবাই আনন্দিত। জনগণ বিভিন্ন প্রতিকূল পরিবেশে নির্বাচনে গেছে, এটাই তো বড় কথা। তাদের যে ভোট দেওয়ার অধিকার, সেটা নতুন করে প্রতিষ্ঠিত করেছে। আমরা অনেক আনন্দিত যে, আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করেছি।’

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘আমন্ত্রণ পেয়ে আমরা পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং শুনতে এসেছি। আমরা আজ নির্বাচনের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমাদের পক্ষ থেকে শিগগিরই একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’  

তবে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘নির্বাচনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্র ও জনগণের বিজয় এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের পথে এটা আরও বেগবান করবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন নতুন সরকারকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে সাহায্য করবে।’

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটাস্কি বলেন, ‘আমাদের পর্যবেক্ষকদের সঙ্গে আলাপ করব। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন নিয়ে মন্তব্য করা হবে।’

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টা বলেন, ‘আমরা মনে করছি এই নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরিতে নতুন পথ খুলে দেবে। আশা করছি, বাংলাদেশ ও এ দেশের জনগণের উন্নয়ন চলমান থাকবে। বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে জার্মানি সব সময় পাশে থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল, বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদসহ গণমামাধ্যম ব্যক্তিত্বরা। আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা