× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার চার হাজার ভোটকেন্দ্র পোড়াবে, দাবি নুরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

সরকার চার হাজার ভোটকেন্দ্র পোড়াবে, দাবি নুরের

ক্ষমতাসীনরা ৪২ হাজারের মধ্যে চার হাজার ভোটকেন্দ্র পোড়াবে- এমন খবর পেয়েছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় গণসংযোগ, ও লিফলেট বিতরণ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘খবর পেয়েছি, সরকার চার হাজার ভোটকেন্দ্র পোড়ানোর পরিকল্পনা করেছে। যাতে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা, সরকারের মন্ত্রী-এমপিরা হঠাৎ নাশকতা ও গুপ্তহত্যার কথা বলছেন। যেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মিথ্যা মামলায় কারাগারে, প্রকাশ্যে চলাফেরা করতে পারছেন না, সেখানে তারা কীভাবে গুপ্তহত্যার পরিকল্পনা করবেন? অর্থাৎ আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন সংস্থা যে গুপ্তহত্যা ও নাশকতার পরিকল্পনা করছে, তার দায় তারা আগেই বিএনপিসহ বিরোধীদের ওপর চাপাতে চাচ্ছে।’

বাংলামোটর মোড়ে পথসভা শেষে ইস্কাটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে তাতে আওয়ামী লীগের কর্মীরা হামলা করে বলে অভিযোগ করে গণঅধিকার পরিষদ।

সংগঠনটির নেতারা বলেন, ‘একতরফা’ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়। কারওয়ান বাজার ও বাংলামোটর মোড়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়। পরে গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা এসে স্লোগান ও লিফলেট বিতরণ বন্ধ করতে বলেন। তারা গালিগালাজও করতে থাকেন। মুহূর্তের মধ্যে আরেক দল এসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের ওপর হামলা করতে উদ্যত হয়। তখন গাড়ির পেছনে থাকা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মেরে আহত করেন ক্ষমতাসীন দলের কর্মীরা। গণমাধ্যমকর্মীরা ভিডিও করতে গেলে হামলাকারীরা তাদের দিকেও তেড়ে যান। হামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদসহ পরিষদের চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন।

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা