× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন করে সরকার টিকতে পারবে না : মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫০ পিএম

অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রবা ফটো

অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রবা ফটো

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভুয়া’ ও ধাপ্পাবাজির’ নির্বাচন হিসেবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়– ৭ জানুয়ারি ভোটের পর আপনারা কী করবেন? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই…এই সরকারকে বুঝতে হবে– ২০২৪ সাল, ২০১৪ সাল নয়। সরকার যদি মনে করে থাকে একটি ভুয়া ধাপ্পাবাজির ভোট করে তারা আবার পাঁচ বছরের জন্য নিশ্চিত করে নেবে… এটা কোনো দিন হবে না।’

বহির্বিশ্বের চাপের পরও নির্বাচন হয়ে যাচ্ছে– জবাবে তিনি বলেন, ‘নির্বাচন হয়ে যাচ্ছে না, নির্বাচন হয়ে গেছে। যেদিন ওরা মনোনয়ন দাখিল করেছে সেদিনই একতরফা নির্বাচন হয়ে গেছে। সরকার ইতোমধ্যে ঠিক করে নিয়েছে কোন সিটে কোন এমপি। ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদের কোনো গুরুত্ব বহন করে না।’

মঈন খান বলেন, ‘আপনাদের মনে আছে এই সরকার একদিন বলত– আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে এই সরকার কেন এই স্লোগান দেয় না… বাংলাদেশের ১৮ কোটি মানুষ সেই প্রশ্ন করছে। আজকে এই সরকার কেন বলে, আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব… সেই প্রশ্ন এই সরকারকে জিজ্ঞাসা করতে হবে, আজকে কেন এই সরকার বলে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব? কেন ভোট বাক্স আগের রাতে দখল করে ইচ্ছামতো ব্যালটে সিল মেরে ইচ্ছামতো কে কত ভোট পেয়েছে তা লিখে দেয়?’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবদুল মঈন খান পথচারী, যানবাহনে থাকা যাত্রী ও ফুটপাথের হকারদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন।

এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলন, ভিপি ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা ফেরদৌস পাটোয়ারি, মিজানুর রহমান লিটু, ওবায়দুর রহমান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা