× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট বাতিল না করলে জনগণ আর শান্ত থাকবে না : গণতন্ত্র মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:০৮ পিএম

ভোট বাতিল না করলে জনগণ আর শান্ত থাকবে না : গণতন্ত্র মঞ্চ

আগামী ৭ জানুয়ারির ভোট বাতিল না করলে জনগণ আর শান্ত থাকবে না এবং সমুচিত জবাব দেবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘এটা কোনো নির্বাচন না। মানুষদের বলছি, এই ভোট দিতে যাবেন না। রিকশাওয়ালা, পান-বিড়ি দোকানদার, গ্রামে যে সমস্ত চায়ের দোকান আছে, হাট-বাজার সমস্ত জায়গায় মানুষ বলছে, কিসের ভোট? ভোট তো আগেই হয়ে যায়, এই ভোট আমরা দিতে যাব না।’

মঙ্গলবার (২ জানুয়ারি) কাকরাইল মোড়ে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে সরকার পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ নির্বাচন বর্জনের ডাকে কাকরাইল মোড় থেকে শান্তিনগর-মালিবাগ সড়কে মিছিল করে গণতন্ত্র মঞ্চ। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা বলি, এর পর এক এক করে যদি আবারও সারা দুনিয়া থেকে আপনাদের (সরকার) ওপরে চাপ আসে, সহ্য করতে পারবেন? আমরা তো ওইজন্য চিন্তিত। আমরা দেশকে ভালোবাসি, তাই বলি... এই ভোট বাতিল করুন, সংসদ ভেঙে দেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। জানি এ কথা শুনবেন না। কিন্তু তবুও ভালো কথা বলতে তো দোষ নেই। ভালো কাজ যদি না করেন, নিশ্চিত থাকতে পারেন যে... জনগণ এ রকম শান্ত থাকবে না। মানুষ বলবে, সব বন্ধ করে দাও, হরতাল দাও, অবরোধ দাও আবার। এই নির্বাচনে আমরা যাব না।’

অধ্যাপক ইউনূসের রায় সরকারের প্রতিহিংসার ফল

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার ঘরপোড়ার মধ্যে আলুপোড়া দিচ্ছে। যখন বিরোধী দল রাজপথে আন্দোলন করছে একই সঙ্গে তারা আইন আদালত ব্যবহার করে বিএনপির সাধারণ নেতাকর্মীদের ফরমায়েশি রায় দিয়ে বিভিন্ন মেয়াদে জেল খাটাচ্ছেন। এটা করেই তারা শেষ করেননি। আপনারা খেয়াল করেছেন, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শ্রম আদালতের রায়ের মধ্য দিয়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনা ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দুনিয়ার গণতান্ত্রিক শিবিরে উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশের কী পরিস্থিতি, সরকার কী করে আদালতগুলোকে ব্যবহার করে তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে চায়; ইতোমধ্যে সারা দুনিয়া এর প্রতিক্রিয়া তা ব্যক্ত করেছে। ড. ইউনূসের এই মামলা জনগণ তাদের পক্ষের মামলা হিসেবে বিবেচনা করে না, ড. ইউনূসের বিরুদ্ধে অনেক রাজনৈতিক প্রতিহিংসা সরকার এবং সরকারি দলে প্রতিপালন হচ্ছে তার একটা বহির্প্রকাশ। এই সরকার কোনো গুণী মানুষকে সম্মান করে না। তারা সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটাকে প্রকারান্তে তারা যে একটা মগের মুল্লুকে পরিণত করেছে। উচ্চ আদালতের বিচারপতি যখন বলেন, আপনারা দেশটাকে কী জাহান্নামের দিকে নিয়ে গেছেন। গতকালকে প্রফেসর ইউনূসের মামলার রায়ের মধ্য দিয়ে আরেকবার তারা প্রমাণ করেছেন যে, তারা কোনো রাজনৈতিক বিরোধীদের, কোনো ভিন্নমতকে রাজনৈতিকভাবে, মতাদর্শিকভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে না।’

নির্বাচনে মানুষের আগ্রহ নাই

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন। ৭ তারিখে যা হচ্ছে সেইটা সুষ্ঠু নির্বাচন না, ৭ তারিখে যা হচ্ছে তা তামাশা, ৭ তারিখে যা হচ্ছে একই দলের লোকেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে তথাকথিত ভোটার আনার জন্য। কাজেই মানুষের এই বিষয়ে কোনো আগ্রহ নাই, মানুষ ভোট দিতে যাবে না।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলি, এখনও সময় আছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেন। সমস্ত দলকে নিয়ে আলোচনায় বসেন। সংকট সমাধান করেন। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন। সেটা সবার জন্য মঙ্গল। আর না হয় এদেশের মানুষ সংগ্রাম করতে জানে, এই দেশের মানুষ সংগ্রাম করবে, অধিকার ছিনিয়ে নেওয়া তারা সহ্য করবে না।

গণসংযোগপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। সভা পরিচালনা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি অ্যাডভোকেট কেএম জাবের, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাকখারুল ইসলাম নবাব প্রমুখ।

সমাবেশ থেকে বুধবার (৩ জানুয়ারি) ফার্মগেটে বেলা সাড়ে ১১টায় সমাবেশ ও  গণসংযোগ-মিছিলের ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা