× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ব্যাটাই পাস করবি’, সাকিবকে নিয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধের আশা

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২২:৫৩ পিএম

সোমবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে নির্বাচনী জনসভায় মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। প্রবা ফটো

সোমবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে নির্বাচনী জনসভায় মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। প্রবা ফটো

জনপ্রতিনিধি হয়ে সংসদে যাওয়ার লড়াইে আছেন বিশ্বক্রিকেট তারকা সাকিব আল হাসান। মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের এই প্রার্থী প্রতিদিন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় দেখা গেল এক ভিন্ন দৃশ্য। সাকিবের উপস্থিতিতে কাণায় কাণায় ভরে গেছে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ।

হাজারো মানুষের মতো সাকিবকে একবার জন্য দেখার জন্য এসেছেন ৭৫ বছরের বৃদ্ধ আব্দুল বারী। এলাকার সন্তান ক্রিকেট তারকা সাকিবকে নিয়ে তিনি শোনালেন আশার বাণী।

আব্দুল বারী বলেন, ‘এত মানসের অগে দেহিনি (এত মানুষ আগে দেখিনি)। সাকিবরে দেহার জন্যি এহ্যানে এত মানসের ভিড় জমিছে (সাকিবকে দেখতে এত মানুষ ভিড় করেছেন)। ব্যাটাই বল খেলে, ব্যাটাই ভাগ্যবান (খেলোয়াড় সাকিক ভাগ্যবান)। খালি ভোটের মাঠে এহ্যানের দুই-তিন হাজার বিটারা গেলিই হয়ছে (শুধু এখানকার দুই হাজার লোক ভোট দিতে দিতে গেলেই হলো)। তাইলে ব্যাটাই পাস করবি (তাহলেই সাকিব নির্বাচিত হবে)।’

ভোটারদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ‘আপনারা জনসভার মাঠ ভরে দিয়েছেন। আমিও চেষ্টা করব আপনাদের মন ভরে দেওয়ার। আমি আপনাদের দোয়া চাই, ভোট চাই। যেন আপনাদের হয়ে আমি কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আয়োজন দেখে অভিভূত। মাগুরা জেলায় যত আয়োজন হয়েছে আজকের এমন আয়োজন আমি আগে দেখিনি। এমপি নির্বাচিত হলে এই ইউনিয়নের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব।’ 

এই জনসভায় উপস্থিত ছিলেন সাকিব আল হাসানসহ সাকিবের বাবা মাশরুর রেজা। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমত আরা হ্যাপি, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, সহসভাপতি এনামুল হক হীরক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাগুরা পৌরসভার মেয়র খুশি হায়দার টুটুল, সাংগঠনিক সম্পাদক আমির উসমান রানা, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

জনসভায় সভাপত্বিত করেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিকদার। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান বিশ্বাস

এর আগে ঘন কুয়াশার শীতের সকাল ৭টায় মাগুরা শহরের সাহা পাড়ার বাড়ি থেকে বের হয়ে পৌরসভার লক্ষীকান্দর স্কুল মাঠে পথসভায় যোগ দেন সাকিব আল হাসান। সেখানে পথসভা শেষে বেলা ১২টায় যোগ দেন কলেজ পাড়ার দলীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত সমাবেশে। জাসদের নেতাকর্মীরা স্লোগান দিয়ে ফুল ছিটিয়ে আল হাসানকে স্বাগত জানান। 

জাসদের নেতাকর্মীদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ‘জাসদ যেহেতু আওয়ামী লীগের ১৪ দলের শরিক, তাই আলাদা করে ভোট চাওয়ার কিছু নেই। আমি শুধু একটা জিনিস চাই– সেটা ৭ জানুয়ারি অধিক সংখ্যক ভোটার উপস্থিতি। আশা করি আপনারা স্ব-স্ব জায়গা থেকে ভোটের মাঠে উপস্থিতি নিশ্চিত করবেন।’

জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা