× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইসি ক্ষমতাসীনদের ভাষায় কথা বলেছেন : গণতন্ত্র মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:২৭ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:৫১ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ক্ষমতাসীন দলের ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ করেছে ভোট বর্জনের আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে লালকার্ড দেখিয়েছি, এটা যে কত যুক্তিসঙ্গত ছিল তা গতকাল প্রধান নির্বাচন কমিশনার আরেকবার প্রমাণ দিলেন। তিনি বললেন বিএনপি যদি এই নির্বাচন বানচাল করার কিংবা প্রতিহত করার চেষ্টা করে সেটা মোকাবিলার প্রস্তুতি তাদের আছে।’

জোনায়েদ সাকি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল এখন ওবায়দুল কাদের সাহেবের ভাষায় কথা বলছেন, উনি নাকি মোকাবিলা করবেন। উনার ভেতরে যে রাজনৈতিক জ্বালা আওয়ামী লীগের দলদাস সেটা আবারও পরিস্কার হয়ে ওঠেছে।’

তিনি বলেন, ‘আজকের পত্রিকায় দেখলাম, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে আবার লাশ বানানোর পায়তারা করছে, পরিকল্পনা করছে। আমরা বিএনপির নেতদের বলি, সাবধান সর্তক হয়ে যান। ওবায়দুল কাদের যা বলে তা কিন্তু করে। ২৮ অক্টোবর ওবায়দুল কাদের বলেছিলেন, ২৮ তারিখের মহাসমাবেশকে হেফাজতের পরিণতি দেবে। কিভাবে? এজেন্ট দিয়ে বোমা ফুটিয়ে সেখানে পরিকল্পিত সহিংসতা করে তার সমস্ত দায় বিএনপির ওপর চাপিয়ে তারা ক্র্যাকডাউন করেছে আমরা দেখেছি।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গোটা রাষ্ট্র যন্ত্রকে তারা ব্যবহার করছে- মানুষকে জোর-জবরদস্তি করে কিভাবে ৭ তারিখে ভোট কেন্দ্রে আনা যায়। তারা সমগ্র প্রশাসনকে কার্য্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আজকে ব্যবহার করছে। এটা থেকে সরকারের রাজনৈতিক পরাজয় কতটা তা বুঝা যায়। একটু আগে আমাদের বন্ধু বললেন, নারায়ণগঞ্জ থেকে শুরু করে দেশব্যাপী ইতিমধ্যে তারা হাজার হাজার কোটি টাকা খরচ করতে শুরু করেছেন। মানুষের নাকি একদিনের মজুরি অনেকে দুইদিনের তিন দিনের মজুরির সমান টাকা দেয়া হয়েছে। ভোটারদের হাতে পায়ে ধরছে ৭ তারিখে তাদের ভোট কেন্দ্রে হাজির করা যায় কিনা।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলেছি, এ খেলা চলছে না, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। সর্বেশেষ দেশে দুই কোটি মানুষের সামাজিক সুরক্ষার কার্ডগুলো সেগুলো পর্যন্ত আজকে সরকারি দলের নেতারা নানা পর্যায়ে হাতিয়ে নিচ্ছে, মানুষকে তারা জিম্মি করেছে। ৭ তারিখে যদি ভোট কেন্দ্রে হাজির না হলে সামাজিক সুরক্ষার কার্ড নাকি তাদেরকে দেয়া হবে না। সরকারকে বলি এই খেলা বন্ধ করুন।’

তিনি বলেন, ‘২০২৩ সালে পুরো আন্দোলন মানুষের পূঞ্জিভূত ক্ষোভ রাজপথে যেকোনো সময়ে জেগে উঠতে পারে। আগামীকাল ২০২৪ সালের পহেলা জানুয়ারি। আমি বিশ্বাস করি, ২০২৪ সালের শুরুতেই এই সরকারকে বিদায় দিয়ে মানুষ এবার দেশকে রক্ষা করব। আগামী ১ জানুয়ারি মানুষের অধিকার ও মুক্তির বার্তা নিয়ে হাজির হবে… সেই লড়াইয়ে আমরা যুক্ত হব, দেশকে রক্ষা করব, জনগনকে রক্ষা করব, বাংলাদেশকে দখলদারিত্বে থেকে মুক্ত করব।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘আমরা শনিবার এই সরকারকে লালকার্ড দেখিয়েছি। এই লালকার্ডের মধ্যে দিয়ে আপনারা যাদের প্রত্যাখান করেছেন আগামী সাত তারিখে তাদের ভোট দিতে যাবেন না। এই সরকারকে বাংলাদেশের মানুষ মানে না।‘ 

জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ জানুয়ারি ভোট বর্জনে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ এই সমাবেশ করে। সমাবেশের পর নেতা-কর্মীরা তোপখানা রোড, পল্টন মোড় ও বিজয় নগর সড়কে মিছিল করে।

গণসংযোগপূর্ব এই সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)  সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব। সভা পরিচালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

আগামী কর্মসূচি : ১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনের মোড়ে সমাবেশ ও ফকিরাপুল অভিমুখে গণসংযোগ-মিছিল।

এছাড়া ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম-পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ প্রভৃতি দল পল্টন মোড়, তোপখানা রোড ও বিজয়নগর সড়কে মিছিল করে পথচারিদের মধ্যে লিফলেট বিতরণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা