× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের দিন জনগণ সরকার ও ইসিকে লাল কার্ড দেখাবে : গণতন্ত্র মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৯:১৭ পিএম

ভোটের দিন জনগণ সরকার ও ইসিকে লাল কার্ড দেখাবে : গণতন্ত্র মঞ্চ

৭ জানুয়ারির ভোটের দিন জনগণ সরকার ও নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখাবে বলে হুশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই হুশিয়ারি দেন।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি তো নির্বাচনই না, মানুষ কি ৭ তারিখ ভোট দিতে যাবে? আপনারা যেমন সমস্বরে বলছেন না- একই রকমভাবে গ্রামের একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করেন সেখানেও বলে কই ভোট? আমরা তো কোনো ভোট দেখি না। বাংলাদেশের ১৭ কোটি মানুষ এই সরকারকে, সরকারি দল আওয়ামী লীগকে ইতিমধ্যে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরপরে বিদেশি লাল কার্ড দেখবে। তখন লাল সুতা বেরিয়ে যাবে। ক্ষমতায় থাকার স্বাদ থাকবে না আপনাদের। মনে করছেন, ক্ষমতায় কত আরাম, কত ভোগ করবার জিনিস; তখন সমস্ত কিছু আপনাদের কাছে টক লাগবে, তিতা লাগবে। মনে করবেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আজকে ব্যাংকগুলোতে এলসি খোলা যায় না। বাজারে ডলার নাই, টাকা নাই। তার মধ্যে সরকার নিজেরাই প্রচার করে বেড়াচ্ছে এই তথাকথিত নির্বাচনের সাথে সাথে একটার পর একটা স্যাংশন আসতে থাকবে।’

মান্না বলেন, ‘এই সরকার দেশের কথা ভাবে না, দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই। এদেশ আমাদের। আমরা লড়াই করে দেশ এনেছি। তাই বাংলাদেশের কোটি কোটি মানুষকে আমি বলি, ভোটের দিন ভোট দিতে যাবেন না। মনে আত্ম বিশ্বাস রাখেন। অনেক গুলো দিন লাগবে না… এই সরকারকে চলে যেতে হবে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এই সরকার নির্বাচন নির্বাচন খেলা করতে গিয়ে মানুষের ভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের জনগণ ইতিমধ্যে এই তামাশার নির্বাচনকে প্রত্যাখান করেছে, বর্জন করেছে। আজকে গণতন্ত্র মঞ্চ থেকে লাল কার্ড দেখিয়ে নির্বাচন কমিশনকে বলতে চাই, যে খেলা শুরু করেছেন এই খেলা অনতিবিলম্বে বন্ধ করুন। না হলে এই সরকারের পাশাপাশি আপনাদেরকেও (নির্বাচন কমিশন) একদিন ট্রাইব্যুনাল গঠন করে মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, মানুষের ভোটের অধিকার হরণের জন্য বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনটা চলবে, এই আন্দোলন আগামী ৭ তারিখ পর্যন্ত। এই সরকার যে সমস্ত কথা-বার্তা বলছে, মানুষ ভয় পেলে যেভাবে চিৎকার করে কথা-বার্তা বলে আজকে তারা ভয় পাওয়া মানুষের মতো চিৎকার করে শেষ রক্ষা করার চেষ্টা করছে। কোনো চিৎকারই এই সরকারকে রক্ষা করতে পারবে না।’

২০১৮ সালের ভোট ডাকাতির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

ভাসানী অনুসারি পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব।

সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া। 

এছাড়া ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম-পিপলস পার্টি, এলডিপি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দল ৭ জানুয়ারির ভোট বর্জনে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা