× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন সন্নিকটে, এখনও সংলাপ চান মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিদ্যমান সংকট উত্তোরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের- বিএফইজের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 ড. আব্দুল মঈন খান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি অনেক দূরে আছে, কথায় আছে দিল্লি দূর অস্ত। আপনারা ভাবুন, চিন্তা করুন, আলোচনায় বসুন, সংলাপ করুন। এই হিংসাত্মক সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপানাদেরকে অনুরোধ এই কারণে যে, আপনারা সরকারে আছেন, কাজেই মূল সিদ্ধান্ত গ্রহণের যে দায়িত্ব, সেটা কিন্তু সরকারের ওপর বর্তায়।’

ক্ষমতা হারানোর ভয়েই সরকার সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘আজকে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়; আওয়ামী লীগ হয় তো ভয় পাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে। সে কারণেই তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। যে যত কথাই বলুক না কেন, মূল কারণ তো এটাই।’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মঈন খান বলেন, ‘এই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ করেন। দেখবেন যে পরবর্তী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে এমনই হতে পারে যে, বাংলাদেশের মানুষ আবার খুশি হয়ে আপনাদেরকে ভোট দেবে। বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং তাদের মনস্তাত্ত্বিক যে অবস্থা, সেটা আপনারা উপলব্ধি করে বাংলাদেশে আপনারা রাজনীতি করুন।’

তিনি বলেন, ‘দেশের স্বার্থে সংঘাত বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে ফিরে আসতে হবে। এই দেশের মানুষ যে কারণে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই গণতন্ত্রকে আমরা যাতে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। 

এই সময় সাংবাদিকদের মধ্যকার বিভেদ-বিভক্তি দূর করে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক এই তথ্যমন্ত্রী।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ও মহাসচিব নুরুল আমিন রোকনের সঞ্চালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এলাহী নেওয়াজ খান সাজু, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা