× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনের ক্যাসিনোতে বসে তারেক রহমান হরতাল অবরোধ দিচ্ছেন: কাদের মির্জা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম

লন্ডনের ক্যাসিনোতে বসে তারেক রহমান হরতাল অবরোধ দিচ্ছেন: কাদের মির্জা

লন্ডনের ক্যাসিনোতে বসে তারেক রহমান হরতাল-অবরোধ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাদের মির্জা বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদেরের নৌকা প্রতীকের সমর্থনে এই বৈঠক আয়োজন করা হয়।

কাদের মির্জা বলেন, ‘২০১৪ সালে বিএনপি অবরোধ দিয়েছিল। সেই অবরোধ এখনও চলছে, প্রত্যাহার করে নাই। এই অসহযোগ অসহযোগের জায়গায় থাকবে, সরকারের পতন হবে না।’ 

তিনি বলেন, ‘তারেক জিয়া কাকে ভয় দেখায়? আওয়ামী লীগকে? এই আওয়ামী লীগ তলোয়ারের নিচে জন্ম হওয়া সংগঠন। এই সংগঠনের নেতা বঙ্গবন্ধু ৩০ বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছেন। ১৪ বছর জেলের ভেতর জীবন অতিবাহিত করেছেন। তিনবার ফাঁসিকাষ্ঠে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছেন। সেই নেতার কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। শেখ হাসিনা এবং তার কর্মীদের রক্তচক্ষু দেখিয়ে, আন্দোলনের ভয় দেখিয়ে, ভিসানীতির ভয় দেখিয়ে দমাতে পারবে না।’

অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা