× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচারে বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:৫৮ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

সারা দেশে তৃণমূল বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা এবং বিভিন্ন আসনে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও নির্বাচন পরিচালনা সেলের আহ্বায়ক সালাম মাহমুদ।

রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সালাম মাহমুদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭ আসনে লড়ছে তৃণমূল বিএনপি। একজন প্রার্থী এখনও আপিলে আছেন, রায়ে জিতলে প্রার্থীর সংখ্যা ১৩৮-এ দাঁড়াবে। আমরা সরকারের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় না গিয়ে নিজস্ব প্রতীক সোনালি আঁশ নিয়ে নির্বাচন করছি।’

তিনি বলেন, ‘নির্বাচনে তৃণমূল বিএনপি মূল বিরোধী দল হিসেবে কাজ করছে। ফলে এমপিদের নেতাকর্মীরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানানরকম বাধা সৃষ্টি করছে। বাগেরহাট-৩ আসনের প্রার্থী মেনুয়াল সরকারের প্রচার গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহারের কর্মীরা। চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী দীপক পালিতের পোস্টার ছিঁড়ে ফেলা, মাইক বন্ধ করে দেওয়াসহ নানাভাবে বাধা দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায় আছি। আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।‘

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব রুখসানা আমিন সুরমা এবং নির্বাচন মনিটরিং সেলের সদস্য রাজু আহমেদ, ফরহাদ হোসেন ও আশরাফ আলী হাওলাদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা