প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম
শেরীফা কাদের। ছবি : সংগৃহীত
ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপরে মাসকট প্লাজা, নর্থ টাওয়ার ও বিএনএস সেন্টার ও উত্তরা ৭ সেক্টরের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শেরীফা কাদের বলেন, ‘নির্বাচিত হলে আলোকিত মানুষ গড়তে কাজ করব। জ্ঞান গরিমায় সমৃদ্ধ জাতি গড়তে আগামী প্রজন্মের হাতে বই তুলে দিতে হবে। শিশুদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। আমরা সরকারি উদ্যোগে একটা পাঠাগার গড়ে তুলব। যাতে শিশুরা বিনা খরচে পড়াশোনা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘রাস্তাঘাট নির্মাণ করতে হবে। পথশিশু ও কিশোর গ্যাংদের সংশোধন করে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করব। তৃতীয় লিঙ্গের মানুষসহ অসহায় ও দরিদ্রদের সব ধরনের সহায়তা করতেই আমাদের রাজনীতি।’