× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডামি নির্বাচন দেশের জন্য ক্ষ‌তিকর : রেজা কিব‌রিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৩০ পিএম

মানববন্ধন শেষে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের লিফলেট বিতরণ করেন ড. রেজা কিবরিয়া : প্রবা ফটো

মানববন্ধন শেষে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের লিফলেট বিতরণ করেন ড. রেজা কিবরিয়া : প্রবা ফটো

ডামি নির্বাচন দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। শ‌নিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের (রেজা) আয়োজনে ‘ভোটকেন্দ্রে যাব না প্রতারণার নির্বাচনকে সমর্থন করব না’ শীর্ষক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ‘ছোট-ছোট দলগুলো নির্বাচন খেলার জন্য আওয়ামী লীগের কাছ থেকে যে টাকা নিয়েছে, টাকা নেন, কিন্তু ভোট দিয়েন না। যে ভোট দিতে যায় তাকে বাধা দেবেন এবং নিন্দা করবেন। শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না। আমরা চাই না কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন। এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। এই ডাকাত খুনি সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।’

তি‌নি আরও ব‌লেন, ‘এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছে তাকে বলব আপনি এখনোই নির্বাচন বাতিল করেন। যদি তা না করেন এর পরের সরকারে আপনাকে দায়বদ্ধ করা হবে। আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেব। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন। বিশ্ব দরবারে এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট হয়ে গেলেও দেশের জনগণ এই সরকারকে মানবে না। এই নির্বাচনে দেশের মারাত্মক ক্ষতি হবে। আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নাই, পুলিশ ও ছাত্রলীগ মিলে ভোট দিয়ে দেবে।’

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠ‌নের সদস্য সচিব ফারুক হাসান। তিনি বলেন, ‘শেখ হাসিনা একটা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে কেউ সমর্থন দিচ্ছে না। আগামী ৭ তারিখে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ রইল। ডামি নির্বাচন আর না, ভোটকেন্দ্রে যাব না।’

এ ছাড়া মানববন্ধনে নিজের বক্তব্যে সংগঠনের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ‘শিয়ালকে বিশ্বাস করা যায়, কিন্তু শেখ হাসিনাকে নয়। ভোট বর্জনের ডাক এসেছে, আমরা এই অবৈধ সরকারের যেকোনো কাজে অসহযোগিতা করব। আমাদের অধিকার খর্ব করে যারা সত্যিকারের ভোট চোরে পরিণত হয়েছে, তাদের কোনো কাজেই আমরা সহযোগিতা করব না, ভোটকেন্দ্রে যাব না। শেখ হাসিনার অধীনে নির্বাচন মানেই রক্তের হোলি খেলা। আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব এই অসহযোগ আন্দোলনের পাশাপাশি এমন একটা কর্মসূচি বের করেন, যেই কর্মসূচি দিয়ে এই কালনাগিনী শেখ হাসিনাকে প্রতিরোধ করা যায়।’

মানববন্ধন শেষে রেজা কিবরিয়া ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের লিফলেট বিতরণ করেন। এ সময় প্রেস ক্লাবের সামনে ও কদম ফোয়ারার কাছে কর্মরত ডিএমপি পুলিশকেও লিফলেট প্রদানের চেষ্টা করেন।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছিলেন সংগঠ‌নের সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মাহবুব হাসান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিয়াজী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা