প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় অংশ নেন দলের তারকা প্রার্থীরাও। প্রবা ফটো
মহান বিজয় দিবস
উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যাপক
জনসমাগমের মধ্য দিয়ে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী
লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ
আওয়ামী লীগ আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের নাচ, গান আর নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রমনা
ও এর আশেপাশের এলাকা।
মঙ্গলবার (১৯
ডিসেম্বর) রাজধানীর
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলটির
বিজয় শোভাযাত্রার চিত্র ছিল
এমনই।
সরেজমিনে দেখা গেছে, দলটির কেন্দ্রীয় নেতারাসহ ঢাকার নির্বাচনী এলাকার প্রায় সব আসনের
নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেন। এদিন দুপুর আড়াইটায়
শোভাযাত্রা শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের
অনেক আগে থেকেই বিভিন্ন যানবাহনে ও পায়ে
হেঁটে নেতাকর্মীরা মিছিল নিয়ে
আসেন। এসময় তাদের হাতে বিভিন্ন ইউনিটের ব্যানার-ফেস্টুন
দেখা গেছে। দলটির বিভিন্ন
অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে এতে অংশ নেন।
শোভাযাত্রাটি রমনার
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু
হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে
গিয়ে শেষ হয়। এ সময়, রমনা, পল্টন, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, নিউমার্কেট এলাকায়
ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় আসা নেতাকর্মীরা জানান, তারা বিজয় দিবস
পালনে এখানে এসেছেন। নির্বাচনী
প্রচারে বাধা না থাকায় তারা তাদের পছন্দের প্রার্থীর প্রচারও চালাচ্ছেন। পাশাপাশি নির্বাচন
ভন্ডুলের বিরুদ্ধেও দিচ্ছেন কঠোর হুঁশিয়ারি।
ঢাকা-৭ আসনে
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সোলাইমান
সেলিম ১৫টি ঘোড়ার গাড়ি নিয়ে
শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে।
এ ছাড়া যুবলীগের ঢাকা
মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা মহানগর
ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন ভিন্ন
ভিন্ন সাজে এই শোভাযাত্রায় অংশ নেয়।
মহান বিজয়
দিবস উপলক্ষে পুরান ঢাকায় বিশাল বিজয় শোভাযাত্রা করেছেন ঢাকা-৬ আসনে
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত
সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাঈদ
খোকন। কখনও হাতিতে আবার কখনও গাড়িতে চড়ে এই শোভাযাত্রায় অংশ নেন তিনি।