× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে আনতে বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব

কৃষিমন্ত্রীর বক্তব্য তার নিজস্ব : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৪০ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো

‘নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল’ বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক একটি টেলিভিশনকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেটি তার ‘নিজস্ব বক্তব্য’ বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলটি বিএনপিকে এমন কোনো প্রস্তাব দেয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি আওয়মী লীগের কমিটমেন্ট বিনষ্ট করে এমন ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে, এটা কোনোভাবেই সঠিক হতে পারে না। আমরা দলীয়ভাবে এ রকম কোনো প্রস্তাব দিইনি।’

চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া আব্দুর রাজ্জাকের একটি সাক্ষাৎকার প্রতিবেদন রবিবার ইউটিউব চ্যানেলে প্রকাশ করে চ্যানেলটি।

এক প্রশ্নের জবাবে চ্যানেল টোয়েন্টিফোরকে আব্দুর রাজ্জাক বলেন, ‘বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলাও হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘২০ হাজার (বিএনপি নেতাকর্মী) গ্রেপ্তার না করলে আজকে এই যে গাড়ি চলতেছে হরতালে, আপনি কি রাস্তায় গাড়ি দেখতেন? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যান্তর ছিল না, কোনো অলটারনেটিভ ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করে করেছি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘তাদের (বিএনপি) ২০ হাজার কর্মী জেলে আছে এটাও আমরা স্বীকার করি না। আমরা মির্জা ফখরুলের কাছে অনেকবার জেলে থাকাদের লিস্ট চেয়েছি। এমন উদ্ভট নম্বর (সংখ্যা) বলে দিলেই এটা সবাই বিশ্বাস করবে এমনও না।’

নতুনভাবে নির্বাচনের আয়োজন করতে ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, ‘দেশে যে ভয়াবহ নাশকতা হচ্ছে, পুলিশকে মারা হচ্ছে, আনসারকে মারা হচ্ছে, কোর্টের এজলাসে গিয়ে নাশকতা করছে, ট্রেনের লাইন খুলে ফেলছেএসব ব্যাপারে ৪০ নাগরিক নীরব কেন?’

তিনি আরও বলেন, ‘হরতাল-অবরোধ কি তারা সাপোর্ট করেন? হরতাল-অবরোধ সাপোর্ট করছেন, তাহলে তারা আসলে বিএনপির দালাল। ২৭টি দল অংশ নিচ্ছে (নির্বাচনে) তবুও বলছেন একতরফা নির্বাচন। আসলে বিএনপির জন্য তাদের মন কাঁদে। দেশ ও জনগণের জন্য দায়বদ্ধতা নেই, তারাই এই কথা বলে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা