× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসন সমঝোতা না হলে কী করবেন? ইনু বললেন- দেখা যাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:১৫ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং জাতীয় পার্টিকে (জেপি) মোট সাতটি আসন দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তা পুনর্বিবেচনার আহ্বান আগেই জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। একই সঙ্গে আসন সংখ্যা আরও বাড়ানোসহ কয়েকটি দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে যদি সমঝোতা না হয় তাহলে কি করবেন? জবাবে ইনু বলেন, ‘পুনর্বিবেচনার কি ফলাফল হয় দেখা যাক। তারপর আমরা উত্তর দিব।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় ফের প্রধানমন্ত্রী সহকারে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য বৈঠক করার দাবি জানান জাসদ সভাপতি।

১৪-দলীয় জোটের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি করে এবং জাতীয় পার্টি (জেপি) একটি মোট সাতটি আসনের আশ্বাস পেয়েছে এ তিনটি দল। তবে তা প্রত্যাখ্যান করেছেন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। একই সঙ্গে কয়েকটি দাবি তোলেন তিনি।

সেগুলো হলো- আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে; জোটের সব শরিকদের নিয়ে চাহিদা অনুযায়ী আসন বণ্টন করা; শরিক দলকে যেসব আসনে ছাড় দেওয়া হবে সেসব আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বতস্ত্র প্রার্থী উঠিয়ে নিতে হবে এবং প্রধানমন্ত্রী সহকারে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য বৈঠক করতে হবে।

এ বিষয়ে সাংবাদিকদের আজ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিনয়ের সঙ্গে আসন পুনর্বিবেচনার দাবি করেছি। আমরা বলেছি, যে সাতটি আসনের প্রস্তাব করা হয়েছে সেটা আর একটু বাড়ানো দরকার এবং জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করার আহ্বান জানিয়েছি। আমরা আমির হোসেন আমুর প্রস্তাবকে প্রাথমিক প্রস্তাব হিসেবে গ্রহণ করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।’

তবে গণমাধ্যমকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন শরিকদের জন্য আসন আর বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করাও সম্ভব নয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাসদ সভাপতি বলেন, ‘দলের সমন্বয়ক (আমির হোসেন আমু) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা তাদের কথা বলেছেন। প্রস্তাবটির পুনর্বিবেচনার দাবি জানিয়ে আমরা আমাদের কথা বলেছি।’

শরিক দলগুলোর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে

এর আগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণ আজাদী লীগের আলোচনা সভায় আসন সমঝোতা নিয়ে কথা বলেন জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। সাতটি আসন দিয়ে শরিক দলগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি বলে মনে করেন তিনি।

বলেন, ‘জাতির মধ্যে আজকে ঐক্য নেই। আমরা ১৪ দলীয় জোট সেই ঐক্যকে সমুন্নত রাখার চেষ্টা করছি। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের বলতে হয় যে নির্বাচনী আসন বণ্টন গতকাল আমাদের প্রাথমিকভাবে জানানো হয়েছে- আমরা মনে করি, এতে আমাদের শরিক দলগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি। এক্ষেত্রে বৈষম্যমূলক একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। আমরা ১৪ দলীয় নেত্রী, দেশনেত্রীর প্রতি আবেদন জানাব, তিনি যেনো এই বণ্টনটি পুনরায় মূল্যায়ন করেন এবং ১৪ দলীয় জোটের সব দলের প্রতি সুবিচার নিশ্চিত করেন। যাতে করে ঐক্যবদ্ধভাবে আমরা একটি অসাম্প্রদায়িক উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা