× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোটের সঙ্গে সমঝোতা

আসন মুখ্য নয়, মুখ্য হচ্ছে রাজনীতি : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২ পিএম

আসন মুখ্য নয়, মুখ্য হচ্ছে রাজনীতি : ওবায়দুল কাদের

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

১৪-দলীয় জোটের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি করে এবং জাতীয় পার্টি (জেপি) একটি মোট সাতটি আসনের আশ্বাস পেয়েছে এ তিনটি দল। তবে তা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা সবাই আসন সমঝোতা নিয়ে কথা বলেন, এখানে আমরা এই সময়ে আমাদের এ অ্যালায়েন্সটাকে যতটা রাজনৈতিক মূল্য দিচ্ছি, এখানে আসনের বিষয়টা মুখ্য না। এখানে মুখ্য হচ্ছে রাজনীতি। জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এ ইলেকশন।’

সাতটি আসনের বিষয়টি প্রত্যাখ্যানের সঙ্গে আসন সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জাসদ সভাপতি। একই সঙ্গে ইনু শর্ত দেন, যেসব আসনে তাদের ছাড় দেওয়া হবে সে আসনগুলোয় আওয়ামী লীগের ও স্বতস্ত্র প্রার্থী উঠিয়ে নিতে হবে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিযোগিতা হোক। এখানে পক্ষপাতিত্বের কী আছে? আমরা জোর করে কারও বিজয় ছিনিয়ে আনব না। আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না।’

তিনি আরও বলেন, ‘আমি পার্টির সাধারণ সম্পাদক, আমার বিরুদ্ধেও চারজন (স্বতন্ত্র প্রার্থী) আছেন। এখন কেউ যদি জিতে যান, তাহলে তো আমাকেও হার মানতে হবে। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা যেটা আছে সেটা আমরা মেনে নিয়েছি।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মাটি থেকে এ অপশক্তিকে আমাদের পরাজিত করতে হবে। নির্বাচনে আসেনি, তারা নাশকতা করছে। কত দিন করবে? নাশকতা জনগণ সমর্থন করে না। বিএনপি এ নাশকতার জন্যই তাদের আন্দোলন জনসম্পৃক্ত করতে পারেনি।’

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তাদের আন্দোলনে জনগণ ছিল? তাদের কর্মীরা ছিল? সামনের দিকে তাদের এ জনবিচ্ছিন্নতা আরও বাড়বে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা