× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ছোট দেশ ষড়যন্ত্র স্বাভাবিক : আমির হোসেন আমু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। ছবি : সংগৃহীত

ছোট দেশে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু ব‌লে‌ছেন, বাংলাদেশ যেহেতু ছোট দেশ, তাই ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন বানচা‌লে নানামু‌খী ষড়যন্ত্র হ‌চ্ছে। ত‌বে আওয়ামী লীগকে জয়যুক্ত করার মধ‌্য দি‌য়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনু‌ষ্ঠিত যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে উপ‌স্থিত ছি‌লেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, ’আজ জনগণ যেভাবে নির্বাচনের দিকে এগিয়ে এসেছে, আগামী ৭ তারিখে নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষা-স্বপ্নপূরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে একটি নতুন সরকার পাবে। সেই সরকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।’

তিনি বলেন, ’বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে। আজ তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে আপন মহিমায়। এটি করতে গিয়ে পৃথিবীর হাতেগোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা নিজেকে অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।’

আওয়ামী লী‌গের এই শীর্ষস্থানীয় নেতা ব‌লেন, ’শেখ ফজলুল হক মনি শুধু আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা নন, তিনি এ দেশের রাজনৈতিক গতিধারা পরিবর্তনের অন্যতম নায়কের ভূমিকা পালন করেছেন সব সময়। বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর তার পক্ষ থেকে শেখ মনি সমস্ত ছাত্র-শ্রমিককে পরিচালিত করতেন। যে কারণে তিনি শ্রমিক সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, ’বিএনপি-জামায়াতের অপকর্মের কারণে হরতাল অবরোধকে ঘৃণা করতে শুরু করেছে জনগণ। তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তাদের ষড়যন্ত্র ও নাশকতার রাজনীতি কায়েম করতে দেবে না দেশের জনগণ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ’এখন আমরা যদি আমাদের প্রকট সামাজিক সমস্যাগুলো নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অর্জন মুখ থুবড়ে পড়বে। মৌলবাদ, ধর্মান্ধতা, দুর্নীতি সমাজনীতির অংশ—এগুলো যদি আমরা মোকাবিলা করতে না পারি, তাহলে আমাদের রাজনৈতিক সমস্যা থেকেই যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা