× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে মো. শাহজাহান

বিএনএমে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক ১৭ এমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৮:১২ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম

শনিবার বিকালে রাজধানীর গুলশানের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনএম। প্রবা ফটো

শনিবার বিকালে রাজধানীর গুলশানের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনএম। প্রবা ফটো

বিভিন্ন সময়ে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছেন, এমন ১৭ জন সাবেক এমপি নতুন নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিচ্ছেন। এজন্য এমপিরা লিখিত ‘অঙ্গীকার’ করেছেন বলে জানিয়েছেন বিএনএম মহাসচিব মো. শাহজাহান।

শনিবার (২ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান শাহজাহান।

বিএনএম মহাসচিব বলেন, ‘বিএনপির সাবেক ১৭ এমপি বিএনএমে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে লিখিত অঙ্গীকার করেছেন। তবে এখনই তাদের নাম প্রকাশ করব না।’

তারা কবে নাগাদ যোগ দেবেন– এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। 

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়, বিএনএম তার অন্যতম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৪৭৮ জন বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। গত বৃহস্পতিবার ৮২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময় শেষে বিএনএমের ৪৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম ৪৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে শাহজাহান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে কি না জানি না। তবে সরকার ও নির্বাচনে কমিশনের আশ্বাসের ওপর আমরা নির্ভর করছি। সুষ্ঠু নির্বাচন হলে আমরা জয়ী হব। ক্ষমতাসীন দল কম ভোট পাবে। বিএনএমে অসংখ্য কেজরিওয়াল আছেন, যারা দিল্লির মতো পরিবর্তন আনতে পারবেন।’

মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ প্রার্থীরা সুযোগ চেয়ে আবেদন করবেন জানিয়ে বিএনএম মহাসচিব বলেন, ‘আমরা ৮২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলাম। কয়েকজনের প্রার্থী ব্যাংকের সার্ভার জটিলতায় মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হয়েছে। তারা শিগগিরই এ বিষয়ে রিট করবেন।’

বিএনএম মনোনীত প্রার্থীদের মধ্যে বিএনপি ও জাতীয় পার্টির ছয়জন সাবেক সংসদ সদস্য রয়েছেন। তাদের মধ্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর ১৯৭৯ সালে ফরিদপুর-৪ আসনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হন। একই আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে লাঙ্গল প্রতীক এবং ২০০৫ সালে ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে যান এ নেতা।

বাকিরা হলেন, নীলফামারী-১ আসনের জাফর ইকবাল সিদ্দিকী (জাতীয় পার্টি), বরগুনা-২ আসনের আব্দুর রহমান (বিএনপি), সাতক্ষীরা-৪ আসনের এইচএম গোলাম রেজা (জাতীয় পার্টি ও বিকল্পধারা), সুনামগঞ্জ-৪ আসনের দেওয়ান শামসুল আবেদীন (বিএনপি) ও জামালপুর-৪ আসনের মামুনুর রশিদ (জাতীয় পার্টি)।

তবে সংবাদ সম্মেলনে মো. শাহজাহান দাবি করেছেন, বিএনএম মনোনীত ৮২ প্রার্থী ছাড়াও ২০ জন স্বতন্ত্র প্রার্থী দলটিকে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন বিএনপি, একজন জাতীয় পার্টি এবং দুইজন স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য রয়েছেন।

এ বিষয়ে বিএনএম মহাসচিব বলেন, ‘২০ জন প্রার্থীর নাম আমরা প্রকাশ করছি না। তারা আমাদের লিখিত দিয়েছেন, নির্বাচিত হয়ে আসলে বিএনএমকে সমর্থন করবেন। নির্বাচিত হলে স্পিকারের কাছে তারা যে চিঠি দিবেন, সেটিও আমাদের কাছে জমা রেখেছেন। এই ২০ জনসহ মোট ৩০ জন নির্বাচনে বিজয় লাভ করবেন বলে আমরা আশাবাদী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা