× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ আছে : নজরুল ইসলাম খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ২১:২৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ফটো

সংলাপের আশা পোষণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ২৯ জানুয়ারির মধ্যে সংসদ ভেঙে দেওয়া হলে ২৯ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সংবিধানে কোনো বাধা নেই। তিনি বলেন, ’তবে সরকারের উচিত ছিল অনেক আগেই আলোচনা করা, সংলাপে অবতীর্ণ হওয়া এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু সময় নেই এ কথা সত্য নয়।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংলাপে নজরুল ইসলাম বলেন, ’এখন যদি প্রধানমন্ত্রী জানুয়ারির ২৭ তারিখে রাষ্ট্রপতিকে বলেন, আপনি সংসদ বাতিল করে দেন, তাহলে সংবিধানে বলা আছে, মেয়াদোত্তীর্ণের আগে যদি সংসদ কোনো কারণে ভেঙে যায়, তাহলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে জানুয়ারির ২৯ তারিখের আগে যদি ২৬, ২৭ কিংবা ২৮ তারিখ সংসদ ভেঙে দেওয়া হয়, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের ২৮ কিংবা ২৯ তারিখে নির্বাচন হতে পারে। সংবিধান অনুযায়ী কোনো বাধা নেই।’

তিনি ক্ষমতাসীনদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা কথাবার্তা নাকচ করে দিয়ে বলেন, ’অনেক সময় সরকার এমনভাবে কথা বলে যেন জনগণ ‍ও আমরা মূর্খ। যেমন বলা হচ্ছে ২৮ জানুয়ারির মধ্যে যদি নির্বাচন না করা যায় তাহলে সাংবিধানিক শূন্যতা বিরাজ করবে। বিদেশিদেরও এ রকম বোঝানো হচ্ছে। সোমবার কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সঙ্গে আমাদের একটা আলোচনা হচ্ছিল ভার্চুয়াল বৈঠকে। তারাও বলেছে, তোমাদের হাতে তো সময় খুব কম। কারণ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।’ নজরুল বলেন, ‘আমি তাদের বললাম, তোমাদের তো বাংলাদেশের সংবিধান পড়া উচিত। তোমরা কেন শুধু তাদের (সরকার) কথা শোনো?’

সংলাপে অংশ নেয় বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদের দুই অংশ, গণফোরাম একাংশ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ভাসানী পরিষদ, খেলাফত মজলিশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা