× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানকে যারা মানতে পারছেন না তারাই নির্বাচনে প্রার্থী হবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৮:৪৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না তারাই নির্বাচনে প্রার্থী হবেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ’দলটির অনেক নেতার মনে রয়েছে অনেক কষ্ট। তারাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। দল থেকে বেরিয়ে তারা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন।’ 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ না নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার কাছে তথ্য রয়েছে, তারেক রহমানকে যাদের নেতা হিসেবে মানতে কষ্ট হচ্ছে তাদের বড় একটা অংশ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইতোমধ্যে তারা নির্বাচনে আসবে বলে প্রার্থীও ঘোষণা দিয়েছে। তা ছাড়া বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকে পছন্দ করেন না। যে কারণে তারা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আবার বিএনপির অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ’বিএনপি নিশ্চিত যে, তারা কোনো দিন নির্বাচনে আসতে পারবে না। যে কারণে কুৎসা রটাচ্ছে, অবান্তর কথা বলে যাচ্ছে। মানুষ এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরই মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সুতরাং যথাসময়েই নির্বাচন হবে।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষ উৎসবমুখর হয়ে উঠেছে। সবাই নিজেদের প্রার্থীকে কীভাবে বিজয়ী করবে তাই নিয়ে ব্যস্ত সময় পার করছে। কে নির্বাচনে এলো না বা কী বলল তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই। রাজনৈতিক দলগুলো প্রচারে নেমেছে।’

তিনি বলেন, ’বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের যতগুলো নেতা কারাগারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তারা ভাঙচুর করেছেন। বাস জ্বালিয়েছেন, মানুষ পুড়িয়েছেন। এসব ঘটনা শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছেন। এ ছাড়া তারা বিভিন্ন সময় রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন।’

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের খবর আমাদের কাছে নেই। তা ছাড়া বাংলাদেশের মানুষ নাশকতা পছন্দ করে না। বিশ্বের কোনো সভ্য দেশের মানুষও পছন্দ করে না। যারাই নাশকতা করবে তারাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে। জনসমর্থনের চেয়ে ধিক্কার পাবে তারা।’

তিনি বলেন, ’বিএনপি কথিত কঠোর আন্দোলনের নামে ট্রেনের লাইন কেটে ফেলছে। যদিও তাদের জনগণ হাতেনাতে ধরে ফেলেছে। যানবাহনে যারা আগুন দেওয়ার চেষ্টা করছে তাদের জনগণ পুলিশে সোপর্দ করছে। এতে প্রমাণিত হয়, দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা