× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংলাপের জন্য বিএনপি কি ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৭:২৫ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ২১:০৭ পিএম

ইসলামী আন্দোলন আয়োজিত ‘জাতীয় সংলাপ’ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (ডান থেকে প্রথম। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন আয়োজিত ‘জাতীয় সংলাপ’ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (ডান থেকে প্রথম। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে ‘জাতীয় সংলাপ’ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপির পক্ষে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এতে অংশ নেন। 

সব রাজনৈতিক দল নিয়ে সংলাপের জন্য চরমোনাই পীরের দলের সঙ্গে বিএনপি জোট করতে যাচ্ছে কি না– সাংবাদিকের এমন প্রশ্নে নজরুল জানিয়েছেন, এই মুহূর্তে সেরকম চিন্তা নেই তাদের। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ইসলামী আন্দোলনের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) নেতা মিয়া মশিউজ্জামান, গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে তিনটি প্রস্তাব দিয়েছেন রেজাউল করীম। এগুলো হলো– তফসিল বাতিল; বর্তমান সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন; রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন আয়োজন করা।

পরে সাংবাদিকরা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে জানতে চান– সব দলকে নিয়ে সংলাপের জন্য ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপি জোট করতে যাচ্ছে কি না।

জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) একটি অনুষ্ঠান আয়োজন করেছে, আমরা এসেছি। জোটে যাওয়া পরের ব্যাপার। এখনও এই ধরনের কোনো আলোচনা হয়নি।’

তার সংলাপে বক্তব্য দেন নজরুল। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে লড়াই করার যাদের সামর্থ আছে, গায়ে শক্তি আছে, তাদের এই আন্দোলেনে যুক্ত হতে হবে। তাহলে আপনারা গর্ব করে বলতে পারবেন, স্বৈরাচার হটানোর আন্দোলনে শরিক হয়েছিলাম।’

নজরুল বলেন, ‘এখন আর যুক্তিতে নেই, এখন চলছে জবরদস্তির। আর এই জবরদস্তিতে যারা সহযোগিতা করছে তারা সবাই বাংলাদেশ ও জনগণের শত্রু।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা