প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধিরা মনোননয়পত্র জমা দেন।
এর আগে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর, আকরাম কাজীসহ গোপালগঞ্জ জেলা এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ের নিচতলায় তারা শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।