প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৫:৩২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব আল হাসান। প্রবা ফটো
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলতে রাজি সাকিব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে ১৮ নভেম্বর তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিব আল হাসান।
আওয়ামী লীগের একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, আসন তিনটি হলো, মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০। সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন।
সূত্রটি আরও জানায়, ঢাকা-১০ আসন থেকে সাকিবের নৌকার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।