প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গত ১৮ অক্টোবর থেকে টানা চার দিন ধরে চলছে এ মনোনয়নপত্র বিক্রি।
মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ সময় নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশীর পক্ষে নানা স্লোগান ও মিছিলে মিছিলে মুখরিত করে রাখে পুরো এলাকা। মনোনয়ন জমা দিতে ও কিনতে আসা মনোনয়নপ্রত্যাশীদের কার্যালয়ে প্রবেশের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
এর আগে গত তিন দিনে ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে।
প্রথম দিনে শনিবার ১ হাজার ৭৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা এবং তৃতীয় দিনে দলটি ৭৩৩টি মনোনয়নপত্র বিক্রি করে আয় করে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।